
মঙ্গল শোভাযাত্রা, ২০১৮।
আয়োজক: মঙ্গল শোভাযাত্রা কলকাতা।
লক্ষ্য: বাংলার ও বাঙালিয়ানার বিভিন্ন রূপ, সে মুখোশ হোক, পুতুল হোক, গান নাচ নাটক কবিতা সাজপোশাক হোক- সেই সমস্তকিছুকে সঙ্গে নিয়ে কলকাতা শহরে পথ হাঁটা। পয়লা বৈশাখের দিন, শোভাযাত্রার বেশে।
সৌজন্যেঃ প্রত্যয় রাহা

টেরাকোটা-র মন্দিরের সামনে হরিনামে মত্ত এক বৈষ্ণব গানের দল।
স্থানঃ বিষ্ণুপুরের পোড়া মাটির হাট
সৌজন্যেঃ সৌমক রায়

শনিবারের হাটে তরুণখ্যাপা ও তার বাউলগানের দল।
স্থানঃ শান্তিনিকেতন (খোয়াই-এর হাট)
সৌজন্যেঃ গার্গী চৌধুরী