পথ – অমৃতা ভট্টাচার্য্য

এ পথ তোমার জন্য নয়,
তুমি যে  অন্য পথে হাঁটো।
ভুলের যোগ বিয়োগের ফাঁকে
সমাধান কালের অপেক্ষায়—
এ পথ বড্ড অচেনা,
এ পথ তোমার জন্য নয়।

নিমেষের স্বপ্নজালে ঘেরা —
তোমার ভাবনা জাহাজগুলো;
সরল বাষ্পে মাখা চিঠি
কঠিন মনের কথা কয়।
এ পথ বড্ড অচেনা,
এ পথ তোমার জন্য নয়।

অভিমানী রঙ মেখেছি আমি,
ময়দানে আজ সবুজ মাখে রোদ;
মুহুর্তরা মনের থেকেও দামী
জানান দিল নীরব অবক্ষয়—
এ পথ বড্ড অচেনা,
এ পথ তোমার জন্য নয়।

চিত্রঋণ – সারণী চট্টোপাধ্যায়

One Comment Add yours

  1. Sarbani Roychoudhury says:

    খুব ভালো লাগল

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.