আমি একটি কথাই জানাতে চাই ;
তোমাকে শুধু তোমাকেই একটি কথা জানাতে চাই;
অজানা কোনো শব্দ নয়,
অচেনা ভাবনার প্রতিবিম্ব নয়,
হয়তো অবশিষ্টাংশ অচেনা নয়,
তুমি জান-
ভুলে যাওয়া কবিতার হারানো পংক্তিগুলি তোমারি অপেক্ষায় থাকে।
তুমি জান –
যদি আমি রাতের স্রোতে ভেসে যাই
ঐ স্বচ্ছ জ্যোৎস্নার আলোয়,
পাতা ঝরার মরশুম যদি গ্রাস করে আমার প্রতি কণা অস্তিত্বকে-
যদি আগুনের আঁচ পুড়িয়ে দেয়
অপেক্ষায় থাকা বাড়ানো হাত;
যদি দাবানল গ্রাস করে আমার শহরের বসন্তকে
তবুও সেই আলো,ধোঁয়া, বর্ণ,গন্ধ-
ছুঁয়ে থাকবে ;
ফিরে ফিরে ঢেউ পেরিয়ে যাব,
কতশত বার –
তোমাকেই স্পর্শ করে;
তটের ঠিকানা স্রোতে হারিয়ে,
নৌকো ভাসানোর ছবিতে
তুমি বুলিয়ে দেবে তুলির আঁচড়।
যদি না বলা শব্দেরা বোনা হয় দিবাস্বপনের নকসি কাঁথা জুড়ে –
স্রোতের ঢেউয়ে মিলিয়ে যায় ছেঁড়াখোঁড়া অনুভূতিরা;
থেকে যাবে তুমি –
প্রতি দিনে, প্রতি ঘন্টায়,
প্রতি ক্ষণে-অনুক্ষণে ,
মুহূর্তদের অবয়বে, ক্ষণিকের অভাবে স্বভাবে।
স্মৃতিরা যদি দেয় ফাঁকি,
অপেক্ষারা বুনবে মিলিয়ে দেবার সাঁকো;
ভিড়ের মাঝেও প্রতিচ্ছবি ফিরে আসার গল্প থামাবেনা ,
সকালের নরম আলোয় ফুটে থাকা ফুল ছুঁয়ে যাবে আমারই নাম।
রাত্রির ছায়াপথ লিখে যাবে নতুন আলোর রেখা।
অনুভূতিরা ঘিরে থাকবে তোমায়;
হাজার বছর আগের মত,
হাজার বছর পেরিয়ে; আরো হাজার বছরের জন্য।।
চিত্র ঋণ – প্রত্যয় রাহা