পরিচয় শ্রেষ্ঠ ভয়ংকর – উজান উপাধ্যায়


পরিচয় জিজ্ঞেস ক’রোনা
সব গল্প হলুদ হয়ে যাবে
বর্জ্য নিষ্ক্রমণে-

কোথা থেকে এসেছ মানব
কোন ভুর্জ্যপত্রে ঢেকেছো সৌষ্ঠব-

কী তার বর্ণ, কোন ঘ্রাণে মৌন শয়ান-

পরিচয় লিখোনা বয়ানে-

নষ্ট হবে যাবতীয় আয়োজন,
এ মহৎ উৎসরণ – ভ্রষ্ট হবে মায়াবী প্রয়োগে

প্রতারক বিস্ময় তোমার অবয়ব জুড়ে খুঁজে যাবে ভৌত ঈশ্বর, নিঃস্ব পরাশর কোন জরা তাপে ভূষণ্ডীর মাঠে জড়ো করবে সুসজ্জিত কল্যাণের মূর্ত আবর্জনা-

অলঙ্কারের ঝনঝনানি – নৈঃশব্দেরা শূন্য ভেলায় চাপিয়ে রাখছে কলকলানি –

পরিচয় বড় বিড়ম্বনা-

এসেছি কিছু না জেনেই, অতঃপর কিছু আর জেনে তো যাবনা-

যেতে হলে পরিচয় গুপ্তভাষ্যের জঠরে রোপণ করে পরবাস কন্ঠলগ্ন করে চলে যাব

পরিচয় শ্রেষ্ঠ ভয়ংকর-

সময়ের বুক পিঠ ছিঁড়ে নষ্ট জিওয়েডে অপেক্ষাকে খুন করে ঘাড়ে চেপে চর্বচোষ্য খাব।

2 Comments Add yours

  1. সুমিত মিত্র says:

    পরিচয় পরিচয় বড় বিড়ম্বনা পরিচয় বড় বিড়ম্বনা এসেছি কিছু না জেনেই. বড় ভালো লাইন দুটো। শক্তির একটা ছোঁয়া আছে কবিতায়

    Like

  2. Sohini Sengupta says:

    চমকে উঠলাম..

    আত্মমুখী আজকের আমাদের সজোরে থাপ্পড় কষায় এ কবিতা..

    কবিকে কুর্ণিশ

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.