আমরা বাংলা ভাষা এবং সংস্কৃতির পৃষ্ঠপোষকতা এবং তাকে এগিয়ে নিয়ে যাওয়ার ভার কিছুটা নিজে থেকেই নিয়েছিলাম। কারণ আমাদের মনে হয়েছিল যাঁরা তাঁদের জীবন দিয়ে এই ভাষা এবং সংস্কৃতি কে তিল তিল করে গড়েছেন, তাঁদের আত্মত্যাগের প্রতি আমাদের কিছু দায় আছে।
সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরণের অশিক্ষা ও দুর্বৃত্ত এর প্রতিফলন যাদের আচরণে, তাদের আমরা কথাবৃক্ষের তরফ থেকে তীব্র ধিক্কার ও নিন্দা জানাই। এই অসম্মানের কোনও ক্ষমা হয়না। তাই, আমরা যে বাংলায় লিখতে পারছি, তার জন্য যে মানুষটি দায়ী, তাঁর প্রতি এই অবমাননা বাঙালি জাতির লজ্জা। বাংলা ভাষার লজ্জা।
আজ বাঙালি সত্যিই আত্মহনন করল।
Doshi -der kotthortomo shasti Deowa hok ..
LikeLike