সুখের ঘরে সীঁধ কেটেছে অসুখ,
ধুলোমাখা নরম দুটো হাত
দিন পেরিয়ে রাতের কড়ানাড়া
অলস কিন্তু অবাধ যাতায়াত।।
ইঁট কাঠেতে ঘূণ ধরেছে বেশ
চিলেকোঠায় অতীত স্তুপাকার
দেওয়াল জুড়ে মনপাহাড়ের দেশ
নাছোড়বান্দা স্মৃতি একাকার।
হলদে খামে ধূসর আঁকিবুকি
ছাদের ঘরে হাত ছোঁয়ানো সুখ
সিঁড়ির বাঁকে এলোমেলো রাত
সিলিং জুড়ে ছায়ারা উন্মুখ।
নেশার বিষে উলোটপুরান ক্ষণ
ভেজা চোখে মিশকালো সেই রাত
অবাধ্য মন আলগোছেতে খোঁজে
আগলানো সুখ আসবে অকস্মাৎ ।।