আজ সারাদিন স্বপ্নে স্বপ্নে দেখেছি তোমায় শাল্মলী তরু, বীর শ্রেষ্ঠ নাথ৷
ক্ষণে ক্ষণে সেই স্বপ্নজাত ঘুম থেকে জেগে উঠেছি নিজের অভিজ্ঞায়৷
এই তো তোমার রাজত্ব, এখানে কেউ ঘুমায় না অসময়৷
যখন আমার গাড়ি এসে পৌছালো তোমার অলিন্দে,
তখনই চাঁদ কালো এক মন্দিরের ফাঁকে ঢুকে গেলো৷
আমার আর দেখা হলোনা তোমার দেশ৷
দেখা হলোনা আমার স্বজাতির সাথে ঘুরে ঘুরে একশত আট পদ্মের রাজ তিলক৷
সারা রাত আকণ্ঠ ধর্মান্ধ শ্লোকে ডুবে গেলো চরাচর৷
দেয়ালে দেয়ালে গেঁথে গেলো সপ্ত কান্ড মরীচিকা আঁধার৷
হে মৃত্তিকা, হে সমাহিত সুন্দর,
আমার শরীরের রামনামী উল্কির মতো,
বেঁচে থাকা দোহায় কবীরের মতো, এ দেশের হাড় পাঁজর খুঁজছে শুধু তোমায়৷
মানস চরিত ঘনশাম।