তোমরা দেখতে পাচ্ছো? – শ্রীতমা বসু

বিশ্বাস করো এটা ইচ্ছাকৃত নয়
এ আমার শরীর মনের ও অনেকটা ভিতরে বাস করা এক গভীর  ক্ষত
যেই ক্ষতর খোঁজ কেউ করেনি
যেই ক্ষতর রূপ পালটেছে, রঙ বদলেছে
অথচ কেউ ফিরে তাকায় নি।
অনেকে শুধু তাকিয়েছে, কিন্তু দেখেনি
শুধুই কান পেতেছে, কিন্তু শোনেনি
কেউ  আবার স্পর্শ করেই চলে গেছে, কিন্তু ছুঁতে পারেনি।
অবহেলায় নিঃশ্বাস নিয়েছি আমি দিন রাত।
অন্যায় হজম করেছি,
অবিচার আমার সারা শরীর মন কে বিদগ্ধ করেছে
তবুও আমি ক্ষমা করেছি বার বার।
আমি ক্ষমা করি যেমন বারবার।
চেয়েছি বাঁচতে,
প্রাণভরে নিশ্বাস নিতে,
কিন্তু না, আমার সুখ শান্তি তো দূরের কথা
বুঝেছি, আমার জীবনের ই কোনো মূল্য নেই!
আমার দম বন্ধ হয়ে আসছে
আমার সারা শরীরে এক অদ্ভুত  যন্ত্রণা..
আমার হৃদয় এর প্রতিটা অংশে আঘাতের চিহ্ন
আমার ভিতরের হাহাকার আমায় অস্থির করে তুলছে।
বিশ্বাস করো
আমাকে বিশ্বাস করো, এ ইচ্ছাকৃত নয়।
এই দাবানল,  এই লেলিহান শিখা,  এই প্রলয়
আমাত শরীর মন ভেদ করে আরও অনেক গভীরে বাস করে…
তোমরা দেখতে পাচ্ছো?