ভালোবাসার দিন যখন ফুরিয়ে যায়
খাতায় কলমে,
যখন রাতের বেলা
সমস্ত দুনিয়ার সাথে,
মনটাও হয়ে যায় অন্ধকার,
তখন,
যখন চোখের পাতায় ঘুম হয়ে আসে গাঢ়,
তবু মাথার মধ্যে
চিন্তা ভাসে লক্ষাধিক,
বুকের ভেতর ঝড় ওঠে লাগাতার,
সেই তখন,
যখন নিঃস্বাস হয় গভীর, মুঠো আলগা,
পৃথিবী ভাসে আবেগসাগরজলে,
জেনো, তখনও ভালোবাসার দিন ফুরিয়ে যায়নি।
এজাবৎকাল শুধু,
কথার পিঠে কথা,
কাজের মধ্যে অকাজ শ্রেষ্ঠভাগ,
এজাবৎকাল শুধু ভাসে
চোখের ‘পরে চোখ,
এজাবৎক্ষণ তবু মেশে
প্রাণের ‘পরে প্রাণ।
কিন্ত সমস্তটার পরেও,
মুক্তগর্ভি শামুকের মত যে ভগ্নাংশে
বেঁচে থাকে হৃদয়ের ধুকপুক,
তাকে যত্নে রেখো।
সে তোমার মনফসলের শ্রেষ্ঠ ফলন।
যে ভাব তোমার মনে
খর গ্রীষ্মের দিন বয়ে আনে পূবালী দেয়া,
ফুলের স্পর্শে জাগিয়ে তোলে শরীর,
বৃষ্টিভেজা ঘাসে পা দিলে যে ভাব
তোমার রোমকূপে খেলায় বিদ্যুৎ,
সেই ভাব আছে
শ্রান্ত ঘুমে, আলতো শয়নে
তোমার সঙ্গেই।
তোমার মধ্যে।
সেই ভাবের নাম ভালোবাসা।
সেই বোধের কোনো দিন নেই,নির্দিষ্ট।
ভালোবাসার দিন শেষে,
রাত্রিপ্রাতে নতুন সূর্য ওঠে ।
মন জাগে। আবারও।