অর্থ যশের হাওয়ায় দোলে, আইনের দাঁড়িপাল্লা
সুজন পড়ে আস্তাকুড়ে, কুজন গড়ে কেল্লা।
কেল্লা তারই হয় ফতে, অর্থ রয় যার হাতে
কাঙালের নেই ঘুম রাতে, বিছানা সেই ফুটপাতে।
টাকার গরম গায়ে মেখে, উল্লাসে কারো শীত কাটে
কেউ বা আবার পেটের দায়ে, শৈত রাতে সিঁধ কাটে।
কেউ কাটে ধান রোদে পুড়ে বিস্তীর্ণ মাঠটাতে
তখনই কেউ নিদ্রাদেশে হিমঘরের খাটটাতে।
না মেনে হার এ সভ্যতার ইমারত যে গড়ে
শেষ ঠাঁই তার রাস্তার ধার জীবনের রোদ ঝড়ে।
চায় সে ভাত দুমুঠো শীর্ণ শিশু নিয়ে কোলে
স্যুট বুট পরে সে পথ ধরে সভ্য বাবু যায় চলে।