(এক)

মন,
তোর ঠিকানা টা দিবি?
যাবো একদিন তোর বাড়ি।
বসতে দিস দু’দণ্ড,
কথা দিলাম;
জ্বালাবো না বেশিক্ষণ।
কথা দিলাম;
একটি বারের জন্যও জিজ্ঞাসা করবো না…
কেমন আছিস মন?কষ্ট পাস আজও?
জানি প্রশ্ন গুলো তোকে দুমড়ে দেয়।
তাই চুপটি করে বসবো শুধু,
তোর পাশে…দুটো মুহুর্ত
দিবি!ঠিকানাটা?
(দুই)

রাজপথের ধারের ভিখারীটা
আজ হাত পাতেনি।
ওর ভেতরের রাজাটা বুঝি
আজ উঠে দাঁড়িয়েছে!
রাজার মতো…
জীর্ণ বস্ত্র ছেড়ে আজ তাই
পরিধানে তার পট্ট বস্ত্র;
চোখের ধূসর সরে গিয়ে
এসেছে জ্যোতির্ময় এক আভা।
আজ সে হাত টা বাড়িয়ে আছে
ভিখারীর মতো নয়,রাজার মতো…
প্রেমের আশায়;অকারণে…
কবি পরিচিতি : শুধুই উপেক্ষিতা।
Copyright © Kothabriksha 2020, All Rights Reserved