
তুমি কি জানো?
এ শহরে এখনো শীতের কুয়াশা ছিঁড়ে
বসন্ত আসে? কৃষ্ণচূড়ায়, জারুলের ফুলে।এখনো মৌটুসী বাসা বাঁধে খড়কুটো,
ফিকে রাত ভোর হলে কোকিল ডাকে
কখনো সখনো, হাইরাইজ্ – এর মস্ত প্রাচীরে
বসন্তবৌরীর ট্রিপল এক্সেল পোষ্টারে
সাথী খুঁজে মরে বৃথা। ভোরের নরম হাওয়ায়
বিষন্ন লাট খায় ভিক্টোরিয়ার পরী।
সবুজের ঠিকানায় মেঘচিঠি দিয়ে যায়
অকাল বৈশাখী। চৌখুপী ফ্ল্যাটবাড়ির
একফালি ব্যালকনিতে বনসাই মানুষেরা
বোগেনভেলিয়া বা অ্যাডেনিয়মের সাজানো রঙে সেজে ওঠে বসন্ত উৎসব?
তুমি কি টের পাও?
তোমার বারো বাই তেরোর, এয়ারটাইট জানলায় বসন্ত ডেকে ফিরে গেছে?
সতেরোর দুই রজনীবাবু লেনের ফেলে আসা দরজার ভাঙা লেটার বক্সে ভিজে চিঠির জলছাপ?
অপেক্ষায় বুড়িয়েছে সেদিনের দুই বেণী অবুঝ কিশোরী?
অ্যাক্রোপলিসের ঘন ছায়ায় গভীর চোখে তাঁর গাঢ় ক্লান্তির সুর বাজে?
পাথুরে রুক্ষ শহুরে বাতাস বাজায়নি
তাঁর শ্যামের বিধূর বাঁশি
তাঁর বসন্তে ফোটেনি আকুল ফুল
প্রজাপতি ফিরে গেছে অন্ধ খোঁজের শেষে
নিরালা নিঝুম দুপুর আর একলা একটি মেয়ে
ব্যস্ত শহর নিজের গতিতে এগিয়ে যায়
পিছনে ফেলে তাকে।
তোমরা জানতেও পারো না..

লেখক পরিচিতি : মৌসুমী রায় বিভিন্ন লিটল ম্যাগাজিন ও পত্রিকায় লেখেন। তার কলম স্বচ্ছন্দ – গদ্য ও কবিতা উভয়ক্ষেত্রেই। তার প্রকাশিত কাব্যগ্রন্থ হল নিঃসঙ্গ অন্তরীপ ও শিশুসাহিত্য ঋভুর ডায়েরি।
Copyright © Kothabriksha 2021, All Rights Reserved.