বরাবরের ভীষণ প্রিয় গল্প, রবিনসন ক্রুসো। অবাক হয়ে ভাবতাম কীভাবে দিনের পর দিন, বছরের পর বছর, এক সভ্য জগতের লোক একাকিত্ব কে সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন। মনে অবান্তর প্রশ্ন জাগতো, প্রথমে পরিস্থিতির শিকার হলেও, পরে কি ওই একাকিত্ব কেই কিছুটা স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন? একাকিত্ব কে কি সঙ্গী করা যায়? আমার দুই পুত্র কেই তাদের ছোটবেলায়…