এবার আমাদের একসাথে কাটানো তিনটে দুর্গাপুজো হতো, যদি না আমি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতাম। আজকাল আমার তারিখ, দিন, মাস সব কেমন যেন আমার লেখার মতো এলোমোলো হয়ে যায়। আমি হঠাৎ করে স্মৃতি নিয়ে বসে যাই পুরোনো দুর্গাপুজোর কথা বলি- আজও বলছি, দুটিতে মিলে বেশি হেটে ঠাকুর দেখিনি আবার অল্পতে হাঁপিয়েও যাইনি শুধু শরতের মেঘের মতো…