শারদ উৎসব – পিয়ালী মিত্র | শারদীয়া সংখ্যা

পুজো মানেই স্বচ্ছ নীলাকাশপুজো মানেই কাশের বনে দোলা,পুজো মানেই ঢাকের বুকে কাঠি,পুজো মানেই দু’চোখ ভরে দেখা। যে যার মতো আমরাও যাই ভেসেকখনও কখনও অন্য প্রান্ত দেশেমধুর মিলন সকলে করি যে পার,পূর্ণতাময় সেবা মাধুর্য দ্বার। কিন্তু তুমি তলিয়ে যদি ভাবো,দেখবে কত অশ্রু ঝরে পড়ে,সহায়হীন মানুষ কাঁদছে ঐ,পুজোর থেকে তাঁরা অনেক দূরে। ক্লান্ত আর শ্রান্ত হয়ে তাঁরানুব্জ্য…