‘ঘুম আমার ভালো হয়েছে’- ভোরবেলায় ঘুম থেকে উঠে যদি কেউ বলে তাহলে কি অবাক হবো? না কোন এক স্বাভাবিক নিয়মে বাক্যটিকে প্রত্যাখ্যান করবো চেনা বাক্য বলে অথবা কেউ যদি বলে গতকাল রাত্রে ঘুমের মধ্যে ‘আমি জাপান দেশে ভ্রমণ করছিলাম’ অথচ জাগ্রতাবস্থায় ঐ একই ব্যক্তি কলকাতাতে অবস্থিত। আপাতদৃষ্টিতে প্রত্যাখ্যানের নিরিখে সর্বাধিক অগ্রগন্য ‘জাপানে ভ্রমণ অবস্থা’ বাক্যটি।…