গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলেছে গনি। দশ বছরের ছোট্ট একটা ছেলে গনি। প্রানোচছল, দুরন্ত। ইস্কুল ছুটির পর বাড়ির পথ ধরেছে। আজ ছুটির পর বল পায়ে মাঠে থাকার কোনো আকর্ষণ নেই। তার প্রানের বন্ধু গণশা আজ ইস্কুলে আসে নি। গণশার বাড়িতে আজ এক ছোটখাটো উৎসব। গণেশ চতুর্থীর উৎসব। গণেশ ঠাকুরের পুজো। গণশার মুখে শুনেছে পাশের…