গানের সুরে সুরে তাদের আলাপ শুরু হয়েছিল…. আর সেই গান নিয়েই বহু আরোহন অবরোহন পেরিয়ে তাদের পথ চলা। অনিশ্চয়তা ও আনন্দের মোহনা দিয়ে কখনও অনুকূলে কখনও বা প্রতিকূলে হেঁটে চলা এই পৃথিবীতে একদল বন্ধুরা মিলে ঠিক করল ফের আঁকড়ে ধরবে একে অন্যের হাত। লোকে বলবে এরা সাময়িক কিন্তু তার চাইতেও এদের হুজুগে বলাই ভালো। যাক,…