কালী দাশগুপ্ত স্মরণে – প্রত্যয় | শারদীয়া সংখ্যা

“ভারতবর্ষে অন্তত পাঁচশো ডায়ালেক্ট আছে। বহু বিচিত্র ভারতবাসীর সংস্কৃতি, তাঁদের সামাজিক – অর্থনৈতিক অবস্থা। অনেক জায়গায় প্রাক সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থাও চালু আছে। এঁদের যে সংস্কৃতি তা অতি অবশ্যই সামন্ততান্ত্রিক। কিন্তু সামন্ততান্ত্রিক সমাজে কি দ্বন্দ্ব নেই? সামন্ততান্ত্রিক সংস্কৃতির সমস্তটাই কি শুধু মেনে নেওয়া, শুধুই বিশ্বাস, শুধুই ধর্ম? না তার নানান রূপ আছে, নানান প্রকার আছে? আপাতদৃষ্টিতে…