অভিন্ন কাশী-হরিহরক্ষেত্র – শুভ্রদীপ | শারদীয়া সংখ্যা

ভারতবর্ষের বিখ্যাত মেলাগুলোর মধ্যে শোনপুরের মেলা অন্যতম। গুরু বা কার্তিক পূর্ণিমার পুণ্যলগ্নে এই মেলা আরম্ভ হয়। প্রচলিত আছে যে গঙ্গা-গণ্ডকের সঙ্গম স্নানেই ঘটে পাপমুক্তি। ভারতবর্ষ তো বটেই, বিদেশ থেকেও আসেন অগণিত মানুষ। কাতারে কাতারে মানুষ, নারী-পুরুষ নির্বিশেষে কোথায় চলেছেন? কিসের টানে? কাঁধে বা মাথায় একটা করে থলে, পরনে আধময়লা ধুতি, শাড়ি। কোনোকিছুর ভ্রুক্ষেপ না করেই…