পুরাণ বলে আদ্যা শক্তি মহামায়ার সৃষ্টি করেন ব্রহ্মা এবং পরে অন্যান্য দেবতাদের প্রদত্ত অস্ত্রে সজ্জিত হয়ে সকলের পুঞ্জীভূত শক্তি ও তেজ একত্র হয়ে অসুর নাশিনী দেবী দুর্গার সৃষ্টি । ঘটনার পারম্পর্য রক্ষা করেই তাই অসুরবিনাশিনী দুর্গার সমগ্র রূপ নির্মিত হয়েছে। দেবী দুর্গার চার সন্তানের ক্ষেত্রেও এ কথা প্রযোজ্য। দেবী দুর্গা আসলে বিশেষ একটি প্রতীক। কিভাবে?…