দেবী থেকে মানবী – নীলিমেশ রায় | শারদীয়া সংখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে, শাক্ত পদাবলীর কবিরা সুদূর হিমালয় আর কৈলাশ কে তাঁদের শাক্ত গানের মধ্যে তুলে ধরেছিলেন এই বাংলার আম-কাঁঠালে ঘেরা পানা পুকুরের ঘাটের পটভূমিতে। তাই সেখানে শিব পার্বতীর দাম্পত্য জীবনে এসেছে বাঙালি গার্হস্থ্য জীবনের প্রভাব। মধ্যযুগের কবি মুকুন্দরাম চক্রবর্তীর ‘চন্ডীমঙ্গলে’র দেবখন্ডে দেখা গেছে গৌরীর সাথে শিবের কলহ দৃশ্য। যেখানে গৌরী আফসোস করেছে তপস্যা…