এক পুঞ্জ মেঘ এসে জমেছিল পাহাড়ের গায়ে। বড় ক্লান্ত ও বিষণ্ণ দেখাচ্ছিল তাকে। কোথায় তার সেই রাজহাঁসের মত ধবধবে জৌলুশ, পেঁজা তুলোর পেলবতা, আকাশের বুকে দৃপ্ত বিচরণ আজ ম্লান। পাহাড় শুধোয়, ‘কি গো, এদেশ, ওদেশ ঘুরে ঘুরে বেড়ালে, নাহয় কিছু খুশিই বয়ে আনতে আমার জন্য? তোমায় ভারি হিংসে হয় গো – কত কিছু দেখ, কত…