ছোটোবেলায় আঁকার খাতায় রঙ পেনসিল বুলিয়ে কত ছবিই না এঁকেছি। পাখি, ফুল, লতা, পাতায় খাতার পাতার পর পাতা ভরিয়েছি। আবার দেওয়ালে রঙের আঁচড় কাটার জন্য বড়োদের চোখ রাঙানিও দেখেছি। তারপর কত শীত-বসন্ত চলে গেছে। সে দেওয়ালের রঙ প্লাসটার অফ প্যারিসে ঢেকে গেছে, রয়ে গেছে স্মৃতি। আর গোপালডিহির মানুষজন? তারা কি আজও ওই স্মৃতিটাকে বাঁচিয়ে রেখেছে? শুধু…