‘নদীর পাশে বাস চিন্তা বারো মাস’, এমন কথা আমরা সকলেই শুনেছি। তাই, ইয়াস পরবর্তী পরিস্থিতিতে গত ১৯শে ও ২০শে জুন, কথাবৃক্ষ পরিবার পৌঁছে গিয়েছিল দক্ষিণবঙ্গের, দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত নদীবহুল বদ্বীপ অঞ্চলে, যেখানে আয়োজন করা হয়েছিল তিনটি মেডিকেল ক্যাম্পের। সেই সময়ও এই অঞ্চলের বহুগ্রাম জলমগ্ন, প্রতিদিন জোয়ারের সময় গ্রামগুলিতে নতুন করে ভাঙ্গা বাঁধের ফাটল…