‘দেশের নাম ইউটোপিয়া’ পৃথিবীর প্রান্তে প্রান্তরে সবুজের অভিলাষ,আকাশে নীলে হঠাৎ শরতের ইউটোপিয়ান গল্প;জানলার শার্সির প্রতিবিম্বরাআয়নার কাকচক্ষুর মত স্বচ্ছ;চিমনির কয়লার গুঁড়োতাকে কালচে ছোপের অনুশোচনা মাখায়নি।সে হলও আজ অনেকদিন,তবু গরাদের অনুভূমিক আবছায়াঅনন্ত দুপুরের আলোয়নির্ঘুমের পাঁচালী আওড়ায়;গরাদের খাঁজে নেই কোনোঘর্মাক্ত আঙুলছাপ।ছাপ এখন শুধুই পড়ে পথে,হাজার হাজার চিহ্ন আঁকে পা,পড়ন্তবেলার সবুজের অভিলাষেকেবল ভেসে বেড়ায় ঘরে ফেরার ডাক;ঘরে ফিরতে হবে;রেললাইনের…