:১ম দৃশ্য: [পর্দা ওঠে, মঞ্চ উজ্জ্বল আলোয় আলোকিত। দরিয়াপুরের মুখার্জি বাড়ী। গ্রামের জমিদার বাড়ি, ছড়ান উঠোন, বিশাল অলিন্দ, বড় বড় থাম ঘেরা ঠাকুর দালান। সানাইয়ের সুর ভেসে আসছে। মুখুজ্জে গিন্নী কাকভোরে উঠে সবে ঠাকুর দালানে গঙ্গা জলছড়াটা দিতে যাচ্ছেন, এমন সময় দারোয়ান নটবরের নাতি পটকার প্রবেশ।] পটকাঃ ঠাকমা… ও ব-ঠাকমা… শুনবে তো …. কইগো… আরে…