একটি অরণ্য কাহিনী – সম্পূর্ণা মূখার্জি | শারদীয়া সংখ্যা

জঙ্গল প্রেমী মানুষেরা দেশে বিদেশে অনেক জঙ্গলে চষে বেড়ান, তবে পশ্চিমবঙ্গে অপূর্ব একটি লুকোনো হীরের সন্ধান দিতে চাই আমি। জলদাপাড়া ন্যাশনাল পার্কের এন্ট্রি গেট থেকে ৮ কিমি ভিতরে অবস্থিত হলং বাংলো, যা জঙ্গল প্রেমীদের কাছে এক কথায় স্বর্গ। West Bengal Forest Department থেকে অনলাইনে এই বাংলোটি বুক করা সম্ভব। হলং এর নিকটবর্তী রেল স্টেশন হাসিমারা।…