-‘জানিস! আজ চিত্রার সাথে স্কুল কেটে CC1 গেছিলাম। তোকে বলা হয় নি।’ একসাথে পড়তে বসে সৌরভ হঠাৎই প্রসঙ্গটা তুলল মিহিরের কাছে। ওরা খুব ছোটোবেলার বন্ধু। একই ফ্ল্যাটে থাকে। সৌরভ সদ্য উঠেছে ইলেভেনে, আর মিহির সামনের বারে মাধ্যমিক দেবে। মাঝে মাঝে ওরা একসাথেই পড়তে বসে। মিহির একটু চাপা স্বভাবের। সৌরভ ছাড়া খুব কাছে বন্ধু বলতে তেমন…
