সম্পাদকীয়: একটি রোগ ও আগামী পৃথিবী

পৃথিবী অনেক কিছু দেখেছে। দেখেছে বিপ্লব, দেখেছে নবজাগরণ, দেখেছে দু-দুটি বিশ্বযুদ্ধ। মহামারীও দেখেছে। কিন্তু উত্তর-আধুনিক কালের এই অতিমারী, পৃথিবী আগে দেখেনি। এই মুহূর্তে, যেখানে আমরা সবাই বিশ্বনাগরিক, যেখানে অর্থনীতি বলতে বিশ্ব-অর্থনীতিকেই বোঝায়, যেখানে যোগাযোগ ব্যবস্থা একটি স্তম্ভ এই বিশ্বায়নের, সেখানে এই মূল স্তম্ভে আঘাত এমন পৃথিবীব্যাপী মাত্রায় এর আগে হয়তো আসেনি।আজকে ধরা যাক, কলকাতার উপকণ্ঠের…

Valentine এবং – Aryamadev Das

ভালোবাসার দিন যখন ফুরিয়ে যায়খাতায় কলমে,যখন রাতের বেলাসমস্ত দুনিয়ার সাথে,মনটাও হয়ে যায় অন্ধকার,তখন,যখন চোখের পাতায় ঘুম হয়ে আসে গাঢ়,তবু মাথার মধ্যেচিন্তা ভাসে লক্ষাধিক,বুকের ভেতর ঝড় ওঠে লাগাতার,সেই তখন,যখন নিঃস্বাস হয় গভীর, মুঠো আলগা,পৃথিবী ভাসে আবেগসাগরজলে,জেনো, তখনও ভালোবাসার দিন ফুরিয়ে যায়নি।এজাবৎকাল শুধু,কথার পিঠে কথা,কাজের মধ্যে অকাজ শ্রেষ্ঠভাগ,এজাবৎকাল শুধু ভাসেচোখের ‘পরে চোখ,এজাবৎক্ষণ তবু মেশেপ্রাণের ‘পরে প্রাণ।কিন্ত সমস্তটার…

সেকুলার ফুড ওয়াক – রূপক রায়

৬:৪৫ এ পৌঁছানোর কথা নাখোদা মসজিদের বড় গেটটার সামনে! আজ কপালে নির্ঘাত গালাগাল আছে। ভাবতে, ভাবতেই হাতের সিগারেটের ছ্যাঁকা খেলাম, হোঁচোটও খেলাম বার তিনেক! এসেছিলাম চাঁদনি। বইপোকাদের ঠান্ডা করার দাওয়াই বাতলেছেন কলেজ-স্ট্রীটের জনৈক বই বিক্রেতা, তারই খোঁজে। খানিক হিল্লিদিল্লির পর পাওয়া গেলেও বেজে গেল ৬:২০! সাবিরের রেজালা কপালে নেই। পাশেই সস্তায় ২ খানা সিঙ্গারা দিয়ে…