রবীন্দ্রসঙ্গীত শিক্ষার পথিকৃৎ – শ্রী শুভ গুহঠাকুরতা

তথ্যসংকলন ও অনুলিখন – প্রীতম চৌধুরী শ্রী শুভ গুহঠাকুরতা। জন্ম পূর্ববঙ্গের বরিশালে – ১৯১৮ সালের ১০ই জুলাই। মাত্র ছ-মাস বয়সে বাবাকে হারিয়ে, ছ-বছর বয়সে পরিবারের সাথে কলকাতায় চলে আসেন।   হেয়ার স্কুলে পড়াশুনা। ১৯৩৪-৩৫ সালের কলকাতা শহর। উত্তর কলকাতায় ভাড়াবাড়িতে থাকার সুবাদে, এবং দুই বন্ধু দিলীপ চট্টোপাধ্যায় ও বিথীন্দ্র গুপ্তের সাহচর্যে ব্রাহ্মসমাজে যাতায়াতের সুযোগ হয়…