সাতরঙা স্বপ্ন – রূপকথা

আজ ঝির ঝির করে বৃষ্টি হচ্ছে সারাদিন। আশেপাশের পাহাড়ী সবুজ সব ধুয়ে গিয়ে আরও ঝকঝকে। ধোঁয়ার মত সাদা কালো মেঘ গুলো মাঝে মাঝেই পথ ভুলে ঢুকে পড়ছে ক্যাফের আধখোলা জানলা দিয়ে। জানলার ধারের কোনের টেবিলটায় বসে কাপে চুমুক দেন ঋদ্ধি গুপ্ত। আবহাওয়ার বিষণ্নতা যেন আজ ছুঁয়ে দিয়েছে তাঁকেও। আজ তাঁর খুব রামধনু দেখতে ইচ্ছে করছে।…