গত বছর নভেম্বর মাসে আমরা কথাবৃক্ষের পক্ষ থেকে RIFA (Reviving Indian Folk Arts) প্রোজেক্টটির পরিকল্পনা করেছিলাম। এই প্রোজেক্টটির মূল উদ্দেশ্য হলো ভারতবর্ষের বিভিন্ন লোকশিল্প এবং লোকশিল্পীদের নিয়ে কাজ করা। প্রতিটি জাতির গোষ্ঠী চরিত্র বহনকারী যে সমাজ থাকে, তারা তাদের বুদ্ধিমত্তা, নান্দনিকতা ও মনস্তাত্ত্বিক বোধ দিয়ে লোক ও কারুশিল্প সৃষ্টি করে৷ দেশের এই ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি আজকের দিনে বহু জায়গায় ধুঁকছে।…