আকাশ আর পৃথিবীর উৎসবে –যেদিন মানুষের ডাক পড়েছিল!সভ্যতার সব উন্নতির প্রতিশ্রুতি নিয়ে –সে এসেছিল; নিষ্পাপ শিশুর মতো ।মাথা পেতেছিল –আদিগন্ত বনানীর আশ্রয়ে।তারপর, বিবর্তনের আবর্তনে,নিজেকে প্রমাণ করল –প্রজাতিয় সংগ্রামে!ভুলে গেল অতীত!বর্তমানের নেশায়,ভবিষ্যৎ শাসনের আগ্রহে –যে গর্ভে জন্ম;তাকেই ধর্ষণ করল বারবার!প্রযুক্তিতে প্রযুক্তিতে – প্রগতির চাকায়পিষে দিল,নিজের পূর্ব পরিচয়!বিজ্ঞান কে বন্ধু করে;ভাড়া খাটালো গুন্ডামির।তবুও নিরপরাধ ঔদ্ধত্যে –বৈঠকে বৈঠকে…
