টুকরো ইটের মতশার্সি ভেঙ্গে এসে পড়ে চিঠি প্রেম? বিরহ ? অবসাদ?নাকি সেই মায়াচ্ছন্ন অপরাধ— যে রোজ তুলসীতলারপ্রদীপের আগুনে হাত পোড়ায়? ঠাওর করার আগেই সমারোহের আলো আর ওয়াইনগন্ধদেওয়ালের মালিকানা চেয়ে বসে… একফালি ঘুমহীন চাঁদ কেবলরাতপাহাড়ের মাথায়সুদূর সমুদ্দুরের সতর্কবার্তা কাঁধেনীরব চেয়ে থাকে সেই ইংরেজি অক্ষরে লেখাআবছা বাংলা উচ্চারণ স্মার্টফোন নিয়ে আদিখ্যেতা তারকোনোকালেই আসবে না চুলোয় যাক যুগোপযোগিতা!…
Tag: Poetry
কয়েকটি কবিতা-রূপক বর্ধন রয়
বান্ধবীমন স্বাধীন নামে ডাকতো সবাই,ডাকতো সবাই কালবোশেখী!যেদিন আমার আগুন যত যত্ন করে সাজিয়ে নিলি;সেদিন থেকে সবাই বলেএক বিকেলেই, কালবোশেখীর আনমনেতেই ঘরে ফেরা।সেদিন থেকে বুঝছে না কেউ;বুঝছে না, তোর বুকের ভীতর,আগুন জ্বরে,ছটফটিয়ে স্বপ্নশীখা বাড়ছে সারা শরীর জুড়ে! সবাই বলে;সময় হল;কালবোশেখীর ঘোর কেটেছে। মানবী তুই থামলি কেন? কেন ভাবিস ওসব কথা?ওসব মিছে কচকচানি।ওরা যা বলছে বলুক,আমি মানি…
