কয়েকটি কবিতা-রূপক বর্ধন রয়

বান্ধবীমন স্বাধীন নামে ডাকতো সবাই,ডাকতো সবাই কালবোশেখী!যেদিন আমার আগুন যত যত্ন করে সাজিয়ে নিলি;সেদিন থেকে সবাই বলেএক বিকেলেই, কালবোশেখীর আনমনেতেই ঘরে ফেরা।সেদিন থেকে বুঝছে না কেউ;বুঝছে না, তোর বুকের ভীতর,আগুন জ্বরে,ছটফটিয়ে স্বপ্নশীখা বাড়ছে সারা শরীর জুড়ে! সবাই বলে;সময় হল;কালবোশেখীর ঘোর কেটেছে। মানবী তুই থামলি কেন? কেন ভাবিস ওসব কথা?ওসব মিছে কচকচানি।ওরা যা বলছে বলুক,আমি মানি…