গ্রামীণ লোকশিক্ষায় অবিরত কাজ করে চলেছে ‘সিদো কাহ্নু মিশন’ – পুরুলিয়ার আঢ়ষায়

পুরুলিয়া – নামটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে লালমাটি, পলাশ গাছ, দিগন্তে দাঁড়িয়ে থাকা অযোধ্যা পাহাড়ের এক নিরাভরণ রুক্ষ নগ্ন মূর্তি… আর তার বুকে বাসা বেঁধে থাকা ভারতের বিভিন্ন আদিম উপজাতি অধ্যুষিত বহুগ্রাম। বেশ কিছুদিন আগেই কথাবৃক্ষ পৌঁছে গিয়েছিল পুরুলিয়ার ‘আঢ়ষা’ ব্লকের ‘ভালিডুংরী’ নামক একটি আদিবাসী গ্রামে যেখানে রয়েছে ‘সিদো কাহ্নু মিশন’ নামক একটি আশ্রম-স্কুল।…