সত্যজিৎ রায় ১০০ – সৌম্যকান্তি দত্ত

আমরা বাঙালিরা যে দু’জন মানুষের আদর্শে বিশ্বাসী, তাঁদের একজন যদি হন রবীন্দ্রনাথ ঠাকুর, অপরজন নিঃসন্দেহে— সত্যজিৎ রায়।

মননশীল ও চেতনাশীল বাঙালির এক বিরাট জায়গা জুড়ে রয়েছেন তিনি। তাঁকে কোনও বিশেষণেই ভূষিত করে শেষ করা যাবে না। বাঙালির নবজাগরণের অন্যতম প্রতিভূ সত্যজিৎ রায়ের ব্যাক্তিগত জীবন ও সৃষ্টিশীল জীবনের প্রতি মানুষের আগ্রহের কোনও শেষ নেই।

বিশ্বমানবের কাছে তিনি বাঙালী জাতিকে যে আসনে বসিয়েছেন, তার তুলনা তিনি নিজেই। মেধা, যুক্তিবোধ, সৃষ্টিশীলতা থেকে শুরু করে আপামর বাঙালি তথা ভারতবাসীকে তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন ও শিখিয়েছেন জীবনের অর্থ।

পারিবারিক আভিজাত্যের ঘেরাটোপে বসেও সাধারণ মানুষের কথা তিনি ভেবেছেন, কাজে দেখিয়েছেন। ভারতের এই যোগ্য সন্তানের জন্মশতবর্ষে— আমাদের প্রণাম! 

সৌম্যকান্তি দত্ত – ‘বিচিত্রপত্র’ ত্রৈমাসিক পত্রিকার সম্পাদক।

Copyright © Kothabriksha 2021, All Rights Reserved.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.