ছেড়ে যেতে চাই,
পুরোনো বন্দর।
সামনে গভীর খাদ।
পেরিয়ে যাবো ব্যথার সেতু,
সময়ের প্রতিবাদ।
দিন বদলায়
কিন্তু সূর্যটা একই থেকে যায়।
আর তার দাহ গুলোও।
তবু কার্বন রঙের হৃদয়ে,
অচেনা ঘাসের বীজ –
পৃথিবীর স্বাদ বুনে যায়!
বাজারের সেই মুদিখানাটা,
যেমন করে বদলে ফেলে মালিক।
দশ বছর পর বিদেশ থেকে –
ঘরের ফেরার পথে;
রাস্তা গুলো তেমন করেই,
বদলে গেছে বাঁক।
হঠাৎ দেখি!
বদলে গেছে সব।
একলা শুধু আমি আছি বাকি।
সেদিনের সেই মেঘ আজও বোধহয়,
বয়ে বেড়ায় কোনো একলা ব্যথা।
নির্বাসিত যক্ষের ফুরিয়ে যাওয়া কথা;
ফিরে গেছে ঘরে।
কত বছর পরে –
আজকে আবার মেঘ করেছে,
কাউ কে মনে পড়ে?
একটা ছায়া!
মনের দিগন্ত জুড়ে;
ভুল নক্ষত্রের উপহাস!
ঝলসে যাওয়া হৃদয়ের ঘাস।
ফুলে ফুলে রক্ত লেগে আছে।
গত রাতের স্বপ্নের লাশ।
আজকে বোবা মেঘের ভিড়ে,
গুমোট আকাশ।
© Kothabriksha 2019, All Rights Reserved.